বিস্তারিত
হোজা নদী:
দুর্গাপুর উপজেলা রাজশাহী জেলা হতে প্রায় ৩৫ কি.মি দূরে অবস্থিত । দূর্গাপুর উপজেলা ঐতিহ্যবাহী নদী হলো হোজা নদী । বর্ষার সময় হোজা নদী পানিতে কানায় কানায় ভরে যায় এবং এ সময় প্রচুর পরিমাণে দেশীও মাছ যেমন: আইকোড় মাছ, পাবদা মাছ, মোয়া মাছ, পুটি,খলসা, কৈই, সোল, টাকি,শিং মাগুর ইত্যাদি পাওয়া যায়। নদীর এই মাছ বিক্রি করে জেলেরা অনেক টাকা আয় করে সে সময় তারা খুব ভালভাবে স্বপরিবারে জীবিকা নির্বাহ করে থাকে। গ্রীষ্মকালে নদীতে পানি থাকে না ফলে জেলেরা এ সময় অসহায় হয়ে পড়ে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস