এক নজরে
০১। মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রম:
ঋণ গ্রহীতার সংথা ৩৭৩ জন
ঋণ প্রদানের পরিমান -৪৪,২৫,০০০ টাকা। সার্ভিস চার্জের পরিমাণ ৫%
০২। মা ও শিশু সহায়তা ভাতা প্রদান কর্মসূচি:
মোট উপকারভোগীর সংখ্যা ২৯৮৬ জন
মাসিক ভাতার পরিমান ৮০০/-
সেবা প্রদানের মেয়াদ -০৩ বছর
০৩। ভিডব্লিউবি কার্যক্রমঃ-
উপকারভোগীর সংখ্যা-১৯৪৬জন
প্রতিটি উপকারভোগীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল/ গম প্রদান করা হয়।
ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় দূর্গাপুর উপজেলার চুক্তিবদ্ধ সহযোগী এনজিও প্রশিক্ষন প্রদান করে।
০৪। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি তদারকি ও অনুদান বিতরণ
০৫। বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমঃ
বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণকে সচেতন করা লক্ষ্যে প্রতি মাসে উঠান
বৈঠক করা হয়। এছাড়াও কোথাও বাল্যবিবাহের অভিযোগ পেলে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায়
তাৎক্ষনিক তা বন্ধ করা হয়।
০৬।জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচি: এই কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ও সাহসী নারীদের খুঁজে বের করে নিম্নবর্ণিত ০৫টি ক্যাটগরীতে প্রতি কাটাগরীর ০১জন করে প্রতি বছর উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
ক) অর্থনৈতিকভাবে সাফল্য আর্জনকারী নারী।
খ) শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
গ) সফল জননী নারী।
ঘ) নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী।
ঙ) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী।
০৬।সতেনতামূলক সভা, উঠান বৈঠক, বিভিন্ন দিবস উদযাপন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস